প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস
উত্তর বঙ্গের প্রাচীন রাজধানী খ্যাত পুন্ড্র নগরীর ঐতিহ্যবাহী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলাধীন ছোট্ট এক জনপদ মোস্তফাপুর গ্রাম। বগুড়া-নওগাঁ মহাসড়কের মেইল বাসষ্ট্যান্ড হতে উত্তর দিকে ০৫ (পাঁচ) কিলোমিটার দুরত্বে দুপচাঁচিয়া-মোলামগাড়ী রাস্তা সংলগ্ন মোস্তফাপুর বাজারের সন্নিকটে মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজ, স্কুল শাখা ১৯৭০ খ্রী: ও কলেজ শাখা ২০০০ খ্রী: মোস্তফাপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। অত্র গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মরহুম দেলোয়ার আলী খন্দকার (এম,এ, বি, এল, বিটি, প্রাক্তন শিক্ষক বগুড়া জেলা স্কুল) তিনি নিজ গ্রামে সকলের সহযোগিতায় তাঁর দানকৃত জমিতে গড়ে তুলেন আজকের এই আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল ও কলেজ।
প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বিগত পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল সন্তোষজনক। এ ছাড়াও স্কাউটিং, খেলাধুলা, বিশ্বসাহিত্য কেন্দ্র স্থাপন, বই পড়া কর্মসূচীসহ নানা মূখী প্রতিযোগিতায় অংশ গ্রহনের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটি সম্মান জনক স্বীকৃতি অর্জন করছে। প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, ব্যারিষ্টার, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ অফিসার, ব্যাংকার, ও ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশায় নিয়োজিত আছেন। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি অত্র এলাকায় জ্ঞানের আলোক বর্তিকা হিসেবে যথেষ্ঠ সুনাম অর্জন করছে।
